সাংবাদিক রেজোয়ান সিদ্দিকী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

দৈনিক দিনকাল-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজোয়ান সিদ্দিকী (৭১) আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

বিএনপির প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। রেজোয়ান সিদ্দিকী দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। কিছুদিন থেকে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।

universel cardiac hospital

রেজোয়ান হোসেন প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক। তিনি ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বাংলায় যোগ দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। ছোটগল্পকার ও কলাম লেখক হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। তিনি উপন্যাস, গল্প, নাটক, বিজ্ঞান, প্রকৃতি-পরিবেশ, ফিকশন, অনুবাদ, সংকলন— সবকিছু মিলে অর্ধশতাধিক বই লিখেছেন।

শেয়ার করুন