টানা দুই বছর চীনের জনসংখ্যা কমার প্রবণতা অক্ষুণ্ণ রইল। গত এক বছরে দেশটির জনসংখ্যা ২০ লাখেরও বেশি কমেছে। খবর- রয়টার্স ও এএফপি।
বেইজিংয়ের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২৩ সালের শেষে চীনের জনসংখ্যা ছিল ১৪০ কোটি ৯৬ লাখ ৭০ হাজার। ২০২২ সালে যে জনসংখ্যা ছিল তার তুলনায় ২০২৩ সালের জনসংখ্যা ২০ লাখ ৮০ হাজার কম। ২০২৩ সালে জন্মহার ছিল প্রতি হাজারে ছয় দশমিক ৩৯।
জন্মহার কম হওয়া এবং করোনা ভাইরাসে মৃত্যুর কারণে সংখ্যা কমেছে বলে জানানো হয়েছে।
পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, চীনের অর্থনীতির বৃদ্ধি হয়েছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর- এই তিন মাসে জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে পাঁচ দশমিক দুই শতাংশে।
চীনের দাবি, তারা আর্থিক ক্ষেত্রে বৃদ্ধির টার্গেট পূরণ করতে পেরেছে। করোনার কড়াকড়ি তুলে নেওয়ার পর চীনের আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল পাঁচ শতাংশ।
জনসংখ্যার নিরিখে বিশ্বের এক নম্বর দেশ ভারত। এরপরই চীনের অবস্থান।