দেশের ব্যবসা-বাণিজ্যে ১৭টি সমস্যার মধ্যে দুর্নীতিকে ১ নম্বর সমস্যা বলে মনে করেন প্রায় ৬৮ শতাংশ ব্যবসায়ী। দ্বিতীয় স্থানে আছে অদক্ষ আমলাতন্ত্র। প্রায় ৫৫ শতাংশ ব্যবসায়ী এটি মনে করেন। আর ব্যবসা-বাণিজ্যে তৃতীয় বড় সমস্যা হলো বৈদেশিক মুদ্রার অস্থিতিশীলতা। ৪৬ শতাংশ ব্যবসায়ীর এমনটাই ধারণা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পরিচালিত এক উদ্যোক্তা জরিপে এমন চিত্র উঠে এসেছে।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ ব্যবসায় পরিবেশ ২০২৩’ শীর্ষক উদ্যোক্তা জরিপের ফল প্রকাশ করা হয়েছে। ২০২৩ সালে ব্যবসায় পরিবেশ কেমন ছিল, তা বিশ্লেষণ করার জন্য গত বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত জরিপটি করা হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সঙ্গে যৌথভাবে জরিপ পরিচালনা করে সিপিডি। সংবাদ সম্মেলনে জরিপের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা, গাজীপুর ও সাভারের সেবা, শিল্প, কৃষি এবং উৎপাদন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ৭১ জন এই জরিপে অংশ নেন। এসব ব্যবসায়ীর মধ্যে ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ী ২৯ দশমিক ৫৮ শতাংশ, মাঝারি ব্যবসায়ী ৩৫ দশমিক ২১ এবং বড় ব্যবসায়ী ৩৫ দশমিক ২১ শতাংশ।
মোটাদাগে ব্যবসা-বাণিজ্যে ১৭টি সমস্যা চিহ্নিত করেছে সিপিডি। প্রথম তিনটি ছাড়া অন্য সমস্যাগুলো হলো—অপর্যাপ্ত অবকাঠামো, উচ্চ মূল্যস্ফীতি, অর্থায়নের সীমাবদ্ধতা, জটিল করনীতি, বারবার নীতি পরিবর্তন, দক্ষ শ্রমশক্তির অভাব, উদ্ভাবনের সক্ষমতায় ঘাটতি, শ্রমশক্তিতে দুর্বল নৈতিকতা, উচ্চ করহার, জলবায়ু পরিবর্তন, সরকারের অস্থিতিশীলতা, অপরাধ ও চুরি, বিধিনিষেধমূলক শ্রম আইন ও দুর্বল স্বাস্থ্যব্যবস্থা। তবে ব্যবসা-বাণিজ্যে যে ১৭টি সমস্যার কথা বলা হয়েছে, তা বিশ্বের অন্য দেশগুলোর জন্যও প্রযোজ্য। কোনো দেশে এসব সমস্যার মাত্রা ভিন্ন।