সহিংসতা পরিহারে বাংলাদেশের সব দলের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

মত ও পথ ডেস্ক

সংবাদ সম্মেলনে কথা বলছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ফাইল ছবি

বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের দিন অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র এখনও উদ্বিগ্ন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। রাজনৈতিক সহিংসতা পরিহার করার জন্য বাংলাদেশের সব দলের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, হাজার হাজার বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে আমরা এখনও উদ্বিগ্ন। আমরা অন্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। সব দল এতে অংশ না নেওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি। এছাড়া নির্বাচনের সময় এবং নির্বাচনের কয়েক মাস আগে থেকে সহিংসতার নিন্দা জানাচ্ছি আমরা।

মিলার বলেন, আমরা এখন সহিংসতার খবরের বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত, হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি। আমরা রাজনৈতিক সহিংসতা পরিহার করার জন্য সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন