সাংবাদিক ওমর ফারুক শামীম আর নেই

নিজস্ব প্রতিবেদক

সংবাদ প্রকাশের বার্তা সম্পাদক ওমর ফারুক শামীম মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর মুগদা ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে তার জানাজার নামাজ শেষে খাগড়াছড়িতে নিজ গ্রামে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। অনেক সাংবাদিক ফেসবুক, এক্সসহ অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

universel cardiac hospital

ওমর ফারুক শামীম দৈনিক জনকণ্ঠের খাগড়াছড়ি প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে দৈনিক জাগরণ, বাংলাদেশের খবর, বাংলাদেশ বুলেটিন, দিন পরিবর্তন, মাতৃভূমিতে বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা সাব এডিটরস কাউন্সিল, ঢাকা সা্ংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ (বিএফইউজে) বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

শেয়ার করুন