সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) পাঁচ সদস্য নিহত হয়েছেন।
শনিবার রাতে এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’। এ ঘটনায় সিরিয়ার বেশ কয়েকজন সামরিক সদস্যও নিহত হয়েছেন।
এর আগে শনিবার স্থানীয় সময় বিকালে বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হওয়ার কথা নিশ্চিত করেছিল ইরানের ‘ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্র মালিকানাধীন নিউজ নেটওয়ার্ক, রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে হামলার ভয়াবহ চিত্র উঠে এসেছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, নিহতদের একজন কুদস ফোর্সের গোয়েন্দা বিভাগের প্রধান বলে ধারণা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি এই ঘটনাকে ইসরায়েলি সন্ত্রাসী আক্রমণ বলে অভিহিত করেছে।
বিপ্লবী গার্ডের বরাতে রয়টার্স জানিয়েছে, দামেস্কে হামলায় আহত ‘আমিন সামাদি’ আহতদের মধ্যে একজন ছিলেন, যিনি পঞ্চম হিসেবে শহীদ হয়েছেন।