চলমান আন্দোলনেই সরকারকে ‘ফেলে দেওয়ার’ আশা সেলিমা রহমানের

নিজস্ব প্রতিবেদক

চলমান আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারকে ‘ফেলে দেওয়ার’ আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন দাবি করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজনীতি ও জিয়াউর রহমানের দর্শন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

দেশে ৯৫ ভাগ লোক এখন বিএনপির পক্ষে বলে দাবি করেন সেলিমা রহমান। সভায় তিনি বলেন, আমাদের লড়াই জনগণের ভোটের অধিকার, জনগণের কল্যাণ ও গণতন্ত্রের মুক্তি। কাজেই আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই মুহূর্তে লড়াই করছি না। আশা করি, আমাদের চলমান আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে ফেলে দিতে পারব।

নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বিশ্লেষণ ঠিক আছে বলে মনে করেন বিএনপির নেতা সেলিমা রহমান। তিনি বলেন, টিআইবি যখন বিএনপির বিরুদ্ধে বলে, তাদের (আওয়ামী লীগ) কাছে সেটা ঠিক আছে। আজকে যখন টিআইবি নির্বাচনের বিশ্লেষণ দেখিয়েছে, সেটাকে তারা বলছে বিএনপির কথা।

শেয়ার করুন