বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, তিনি নিজ নির্বাচনী অভিজ্ঞতা থেকে দেখেছেন, এখনো অনেক তরুণ রাজনীতিতে আসতে আগ্রহী। তিনি আরও বলেন, যখন তরুণেরা কোনো জায়গা পাচ্ছে না, তখন তারা শাসকগোষ্ঠীর বৃত্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।
শহীদ আসাদ দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক আলোচনা সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। দলটির পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। শনিবার সকালে তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাশেদ খান মেনন বলেন, আমার নির্বাচনী অভিজ্ঞতায় বলতে পারি, আমি দেখেছি অসংখ্য তরুণ রাজনীতিতে এগিয়ে আসার জন্য আগ্রহী হয়ে উঠেছে। যখন তারা কোনো জায়গা পাচ্ছে না, তখন তারা শাসকগোষ্ঠীর বৃত্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।
শহীদ আসাদের আত্মদান মহান মুক্তিযুদ্ধের সূচনা করেছিল বলে উল্লেখ করেন রাশেদ খান মেনন। তিনি বলেন, রাজনীতির ক্ষেত্রে কোন জায়গাটি ধরতে হবে এবং কোন জায়গাটি ত্যাগ করতে হবে, তা শহীদ আসাদের জীবনাদর্শ থেকে নিতে হবে। এখনকার দিনে তা প্রয়োজনীয়।