শীতে নওগাঁর ২১৫৪ শিক্ষাপ্রতিষ্ঠান আজ থেকে বন্ধ

নওগাঁ প্রতিনিধি

মাউশি
মাউশি

গতকাল রোববার নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবারও (২২ জানুয়ারি) নওগাঁয় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। এ অবস্থায় সোমবার জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ।

জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জেলার ১ হাজার ৩৬০টি প্রাথমিক বিদ্যালয়, ৪৪৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৫০টি মাদ্রাসা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

শেয়ার করুন