গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর নামে ভুয়া আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ফাইল ছবি

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নাম, তথ্য ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

ঢাকার শাহবাগ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি নং-১৪০৪) করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

২২ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোঃ সজিবুল হুদা মন্ত্রীর পক্ষে শাহবাগ থানায় এ জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা কে বা কারা মাননীয় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মহোদয়ের নাম, তথ্য ও ছবি ব্যবহার করে Obaidul Muktadir Chowdhury যার লিংক- https://www.facebook.com/minister.muktadir ফেইসবুক আইডি খুলে বিভিন্ন ছবি পোস্ট করে যাচ্ছে। এতে মাননীয় মন্ত্রী মহোদয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এমতাবস্থায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

শেয়ার করুন