বিপিএলে আজ রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। কয়েন নিক্ষেপে জিতেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
আজ (মঙ্গলবার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্স খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে হেরেছে তারা। ওই ম্যাচে দলে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার কারণে এই ম্যাচে তাকে দলে পাচ্ছে না রংপুর।
সিলেটেরও এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচটি মাশরাফির দল হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, জাকির হাসান, ইয়াসির আলী, বেনি হাওয়েল, বেন কাটিং, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম, রিচার্ড গারাভা ও দিলশান হেমন্হ।
রংপুর রাইডার্স একাদশ
ব্রান্ডন কিং, বাবর আজম, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রনি তালুকদার, শেখ মেহেদী, শামীম হোসেন পাটওয়ারী, হাসান মাহমুদ, হাসান মুরাদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাই।