ব্রাজিলে ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার কর্মসূচি

মত ও পথ ডেস্ক

দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হলে করণীয়
ফাইল ছবি

ব্রাজিলে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটিতে এই রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় আগামী ফেব্রুয়ারি থেকে ডেঙ্গু জ্বর প্রতিরোধে গণটিকা কর্মসূচি চালু করতে যাচ্ছে দেশটি। খবর এএফপির।

কর্মকর্তারা বলছেন, ২০ কোটি ৩০ লাখ জনগোষ্ঠীর দেশটি গত ডিসেম্বরে ‘কিউডেঙ্গা’ নামের এই টিকার অনুমোদন দেয়। বিশ্বে এই প্রথম কোনো দেশ এটি সরকারিভাবে প্রয়োগ করতে যাচ্ছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকাটি প্রস্তুত করছে জাপানের ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান তাকেদা। তবে তারা প্রয়োজন অনুযায়ী সরবরাহ করতে না পারায় টিকার সংখ্যা এখন সীমিত।

গত রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, প্রথম দফায় ডেঙ্গু প্রতিরোধী টিকা আসবে সাড়ে সাত লাখ। টিকাটি দুই ডোজের। তবে চলতি বছরেই দেশটি সব মিলিয়ে ৬৫ লাখ টিকা পাওয়ার আশা করছে। এটি শিশুদের দেওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছর ডেঙ্গুর হটস্পটগুলোতে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার সুপারিশ করেছিল। ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এই টিকার অনুমোদন দিয়েছে।

শেয়ার করুন