‘সব বাছাইয়ের মা’ এবারের নির্বাচন: ইমরান

মত ও পথ ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : ইন্টারনেট

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ছাড়া একটি দলকে ব্যাপক সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এ নির্বাচনকে ‘সব বাছাইয়ের মা’ (মাদার অব অল সিলেকশনস) বলেও মন্তব্য করেছেন তিনি। খবর ডনের।

মঙ্গলবার আদিয়ালা কারাগারে তারবার্তা (সাইফার) মামলার শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। একই সঙ্গে তার দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতাদের পুরোদমে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেন।

universel cardiac hospital

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে করা সাইফার মামলায় অভিযুক্ত করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ক্ষমতা থেকে উৎখাতের প্রমাণ হিসেবে একটি তারবার্তা ফাঁস করতে চেয়েছিলেন বলে মামলায় অভিযোগ আনা হয়।

শেয়ার করুন