গত বছরের ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বর্ধিত সময় আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফি না দিয়েই রেজিস্ট্রেশন করতে পারবেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জানা গেছে, গত বছরের ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। গত ২১ জানুয়ারি থেকে বর্ধিত সময়ে রেজিস্ট্রেশন কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হয়।
বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত বছরের ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
ঢাকা বোর্ড জানিয়েছে, ২০২৩ সালে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করার পর ওই শিক্ষার্থীদের সপ্তম ও অষ্টম শ্রেণিতে আর রেজিস্ট্রেশন করা হবে না।