চিকিৎসকের বেশে হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ৩

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

ফিলিস্তিনি চিকিৎসক ও বেসামরিক মানুষের বেশে পশ্চিম তীরের জেনিন শহরে একটি হাসপাতালে ঢুকে তিনজনকে হত্যা করেছে ইসরায়েলি বিশেষ বাহিনী। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

অনলাইনে ছড়িয়ে পড়া হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, বাহিনীর প্রায় ১২ জন ছদ্মবেশে ইবনে সিনা হাসপাতালে ঢুকে পড়েছেন। সেখানে তিনজন নারীর বেশে আর দুজন ছিলেন চিকিৎসকের বেশে। তারা অস্ত্র হাতে হাসপাতালের বারান্দা দিয়ে ছোটাছুটি করছেন।

হাসপাতালে একজন চিকিৎসক জানিয়েছেন, নিহত তিনজনের মধ্যে একজন কয়েক মাস আগে ইসরায়েলি অভিযানে আহত হয়েছিলেন। এই হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনাদের এই অপরাধের জবাব দেওয়া হবে। তারা সেখানে তিন ফিলিস্তিনি পুরুষকে গুপ্তহত্যা করেছেন।

শেয়ার করুন