বছরের প্রথম মাসে নির্যাতনের শিকার হয়েছে ২০৯ জন মেয়েশিশু ও নারী। তাদের মধ্যে ৮৩ জন মেয়েশিশু এবং ১২৬ জন নারী। মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দেশের ১৬টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তারা এই হিসাব করেছে বলে উল্লেখ করেছে।
পরিষদের হিসাবে জানুয়ারি মাসে সারাদেশে ধর্ষণের শিকার হয়েছে ২৩ মেয়েশিশুসহ ২৯ জন। এর মধ্যে ৮ মেয়েশিশুসহ ১২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে ৪৯ জনকে, যাদের মধ্যে ৮ জন মেয়েশিশু। জানুয়ারি মাসে রহস্যজনক মৃত্যু হয়েছে ২৫ জনের। এর মধ্যে ১৯ জন নারী।
মহিলা পরিষদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২৪ সালের জানুয়ারি মাসে ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে দুই মেয়েশিশু। একটি মেয়েশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে এক মেয়েশিশুসহ ৪ জন। অপহরণের শিকার হয়েছে তিন মেয়েশিশুসহ ৪ জন। জানুয়ারি মাসে গৃহকর্মী হত্যার ঘটনা ঘটেছে ৩টি। যৌতুকের কারণে হত্যা করা হযেছে ২ নারীকে।
বুধবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জানুয়ারি মাসে বাল্যবিবাহের ঘটনা ঘটেছে একটি। প্রতিরোধ করা হয়েছে চারটি। এ ছাড়াও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন ১০ জন। যাদের মধ্যে ৩ জন মেয়েশিশু ও ৭ জন নারী।