ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে বেনিয়ামিন নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর সাবেক প্রধান মোশে ইয়ালোন ও ড্যান হালুৎজসহ ৯ জন ওই আবেদন করেছেন। খবর হারেৎজের।
আদালতে করা আবেদনে বলা হয়েছে, ফৌজদারি অভিযোগ থাকার পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে রয়েছেন নেতানিয়াহু। এতে নিশ্চিতভাবে স্বার্থের দ্বন্দ্ব দেখা দিয়েছে। তাকে পদচ্যুত করার আহ্বান জানিয়ে আবেদনকারীরা আরও বলেছেন, নেতানিয়াহুর শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার আগে ও পরের ঘটনা উল্লেখ করে আবেদনকারীরা আদালতকে বলেছেন, দেশ, দেশের মানুষ এবং জিম্মি ও তাদের পরিবারের বদলে নিজের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।