প্রধানমন্ত্রীর দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জ্বলন্ত প্রমাণ ফরিদপুর: তৌফিক-ই-ইলাহী

ফরিদপুর প্রতিনিধি

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন। এর জ্বলন্ত প্রমাণ ফরিদপুরের নির্বাচন। আজ শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা গ্রামে হা-মীম গ্রুপের একটি প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ফরিদপুরের জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি তৈরি করছেন। সদর আসনের সংসদ সদস্য (এ কে আজাদ) তাঁর রাজনৈতিক প্রতিশ্রুতি রাখার জন্য এ উদ্যোগ নিয়েছেন। দেশের সব রাজনীতিবিদকে তাদের অঙ্গীকার রাখার জন্য অনুরোধ করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা।

universel cardiac hospital

অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। তিনি বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দক্ষ জনশক্তি তৈরিতে গেরদার পশরা গ্রামে ট্রেনিং সেন্টার চালু করেছি। এখান বিনা মূল্যে প্রশিক্ষণ শেষে চাকরি দিয়ে শ্রমিকদের হা-মীম গ্রুপ, শারমিন গ্রুপসহ দেশের বিভিন্ন কারখানায় চাকরি দেওয়া হবে। সেই সঙ্গে টেকনিক্যাল ও ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে এসব প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হবে।

শেয়ার করুন