মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের শাস্তির মেয়াদ অর্ধেক কমিয়ে ৬ বছর করা হয়েছে। দেশটির শাস্তি মওকুফ বোর্ড (পারডনস বোর্ড) গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। খবর এএফপির।
জনগণের কয়েক শ কোটি ডলার অপব্যবহারের দায়ে ২০২২ সালে নাজিবকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আলোচিত এ মামলা ‘১ এমডিবি আর্থিক কেলেঙ্কারি’ নামে পরিচিত।
মালোশিয়ার শাস্তি মওকুফ বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘মতামত ও পরামর্শের’ ভিত্তিতে নাজিবের সাজা কমানো ও জরিমানা মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।