সাউথ ক্যারোলাইনার প্রাথমিক বাছাইপর্বে বাইডেনের সহজ জয়

মত ও পথ ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইপর্বে সহজেই জিতে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটি ডেমোক্র্যাটদের প্রথম প্রাথমিক বাছাইপর্ব। খবর এএফপির।

সাউথ ক্যারোলাইনাতে বিজয়ী হওয়ার পর বাইডেন বলেছেন, নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো পরাজিত করবেন তিনি।

ডেমোক্র্যাটরা এখন এই নির্বাচনী ফলাফলের ওপর ঝাঁপিয়ে। তারা কাটাছেঁড়া করে দেখতে চাইবে জনসমর্থনের খারাপ আলামত সত্ত্বেও ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট কত ভালোভাবে কৃষ্ণাঙ্গ ভোট টানতে পারলেন। কৃষ্ণাঙ্গ ভোটের জোরেই তিন চার বছর আগে ট্রাম্পকে হটিয়ে হোয়াইট হাউসে ঢুকেছিলেন।

২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক বাছাইপর্ব শুরু হয়েছে। ৫০ শতাংশ ব্যালট গণনা শেষে দেখা গেছে, বাইডেন ৯৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।

শেয়ার করুন