ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবের বিষয়ে হামাসের জবাব খতিয়ে দেখছে ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এই তথ্য জানানো হয়। এর আগে গতকালই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বিবৃতি দিয়ে বলে, যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবের বিষয়ে তারা তাদের জবাব মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে। খবর এএফপির।
দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, তারা চুক্তির সাধারণ কাঠামোর বিষয়ে হামাসের কাছ থেকে একটি জবাব পেয়েছেন। হামাসের জবাবে কিছু মন্তব্য আছে। তবে সাধারণভাবে হামাসের জবাবটি ইতিবাচক।
হামাসের জবাব হাতে পেয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, জবাবের বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হচ্ছে। হামাসের জবাবের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি।
তবে নেতানিয়াহু বলেন, তারা পূর্ণ বিজয়ের পথে আছেন। তারা থামবেন না। তার সরকারের এই অবস্থান ইসরায়েলি জনগণের সিংহভাগ প্রতিনিধিত্ব করে।