৬ মেডিকেল কলেজে ভর্তি বন্ধ, দুটির নিবন্ধন বাতিল

নিজস্ব প্রতিবেদক

এমবিবিএস ভর্তি পরীক্ষা
ফাইল ছবি

দেশের ছয়টি বেসরকারি মেডিকেল কলেজে এবার এমবিবিএস প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি বন্ধ রেখেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এগুলোর মধ্যে দুটি মেডিকেল কলেজের নিবন্ধনই বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা।

universel cardiac hospital

আগামীকাল শুক্রবার সারাদেশে মেডিকেল ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে যে চারটি প্রতিষ্ঠানে ভর্তি স্থগিত রয়েছে সেগুলো হলো—আইচি মেডিকেল কলেজ, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ধানমন্ডি, নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ রংপুর, শাহ মখদুম মেডিকেল কলেজ রাজশাহী। নিবন্ধন বাতিল হওয়া কলেজ দুটি হলো-কেয়ার মেডিকেল কলেজ ও নাইটিংগেল মেডিকেল কলেজ, আশুলিয়া।

অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. টিটো মিঞা বলেন, মান সঠিকভাবে বজায় না থাকায় ৬টি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এদের মাঝে দুটি মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল ও চারটিতে ভর্তি স্থগিত রাখা হয়েছে।

শেয়ার করুন