কুড়িগ্রামে পরিবহন ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহানকে (৪০) পিটিয়ে হত্যার ঘটনায় রেজভী কবির চৌধুরী বিন্দু ও মো. ঝিনুক নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজনই স্থানীয় ছাত্রলীগ নেতা।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে গ্রেফতার রেজভী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঝিনুক কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি।
অন্যদিকে, নিহত সোহান কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও হাটিরপাড় এলাকার মৃত আমজাদ হোসেন বুলুর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, সড়কে সাইড নেওয়াকে কেন্দ্র করে বিন্দু ও ঝিনুকের সহযোগীরা সোহানকে গাড়িতে তুলে বেধরক মারধর করে হাসপাতালে রেখে পালিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল একে এম ওহিদুন্নবী জানিয়েছেন, নিহত সোহানের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্ত রেজভী ও ঝিনুককে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।