বইমেলায় ডা. মো. শহীদুল হকের দুই বই

মত ও পথ ডেস্ক

অমর একুশে বইমেলায় এসেছে ডা. মো. শহীদুল হকের লেখা দুটি উপন্যাস। বই দুটির নাম ‘পরাবাস্তব’ ও ‘অতিদর্শন’।

অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত বইগুলোর মূল্য প্রতিটি ৪০০ টাকা করে। বইগুলো পাওয়া যাবে একুশে বইমেলায় অন্বেষা প্রকাশনের প্যাভিলিয়ন ২৭ নম্বরে।

বইগুলো প্রসঙ্গে লেখক জানান, রহস্যময় ঘটনার অনুসন্ধান করতে গিয়ে তিনি অনেক রহস্যেরে ঘটনা নিজের চোখে দেখেছেন। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ার সময়ে এবং পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার বিভাগে চাকরি করার সময়ে আরও কতগুলো ব্যাখ্যাতীত ঘটনা তাকে বিস্ময়াভিভূত করে। নিজ চোখে দেখা সেইসব ঘটনা নিয়ে অনেকগুলো গল্প করেছেন।

ডা. মো. শহীদুল হক বাস্তব জীবনের রহস্যময় ঘটনা নিয়ে গল্প লিখতে ভালোবাসেন ও আনন্দ পান। সেসব পরাবাস্তব গল্পে রহস্যের পাশাপাশি থাকে সমাজের ক্ষয়, মানবতাবোধ ও শিক্ষার গুরুত্ব। প্রচলিত কুসংস্কার, ভ্রান্ত বিশ্বাস নিয়ে যুক্তির বিশ্লেষণ এবং বিজ্ঞান ভাবনা থেকেই তার এ উপন্যাসের সৃষ্টি। বইগুলো পাঠকদের হৃদয় ছুঁবে বলে আশা করা যায়।

শেয়ার করুন