গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, নগরের দরিদ্র জনগোষ্ঠীর আবাসনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই নগরের পরিবর্তন করে, যথাযথ সুযোগসুবিধা বাড়িয়ে পরিকল্পিতভাবেই নগরায়নের উদ্যোগ নেয়া হবে।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার ও সিপিডির প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মোকতাদির চৌধুরী বলেন, যেসব কার্যক্রম এখন চলমান তা চলবে। নতুন করে যা কিছু হবে তা পরিকল্পনা করেই হবে। তিনি বলেন, অস্ট্রেলিয়ার সাথে সরাসরি কোনো কাজ করে না গণপূর্ত মন্ত্রণালয়। তবে পরিবেশ বান্ধব নগরায়নে গুরুত্ব দিয়েছে দেশটি। এক্ষেত্রে তাদের সহযোগিতা চেয়েছি।
মন্ত্রী বলেন, সিপিডির সাথে আলোচনাও নগরায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তারা দরিদ্রদের সমস্যা মাথায় রেখে নগর পরিকল্পনা করার ওপর গুরুত্ব দিয়েছে। মন্ত্রণালয় সেটি বিবেচনায় নিয়ে কাজ করবে।
তিনি আরও বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের লোকবল কম। বিভিন্ন অনিয়ম তদারকির পাশাপাশি উন্নয়নমূলক কাজও করে তারা। সেখানে নিয়মতান্ত্রিক উপায়ে যাতে কার্যক্রম পরিচালিত হয় সেটি দেখা হবে।