নওয়াজকে প্রধানমন্ত্রিত্ব ছাড়ছেন বিলাওয়াল

মত ও পথ ডেস্ক

বিলাওয়াল ভুট্টো জারদারি। ফাইল ছবি

পাকিস্তানে নতুন সরকার গঠনে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএল–এনকে সমর্থন দেবে বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিএমএল–এনের প্রধানমন্ত্রী প্রার্থীকেই সমর্থন দেবে তারা। তবে সরকারে যোগ দেবে না দলটি। খবর জিও নিউজের।

দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা শেষে আজ মঙ্গলবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘পিপিপির কেন্দ্রীয় সরকার গঠনের ম্যান্ডেট নেই’ বলে তিনি প্রধানমন্ত্রী পদে তার প্রার্থিতা প্রত্যাহার করছেন।

৩৫ বছর বয়সী বিলাওয়াল নির্বাচনে তার দলের প্রচারণায় বিজয়ী হলে নিজে সরকারপ্রধানের (প্রধানমন্ত্রী) দায়িত্ব নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন। বিলাওয়াল বলেছেন, জাতীয় পরিষদে তার দলের চেয়ে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজের (পিএমএল–এন) বেশি আসন রয়েছে। কিন্তু পিটিআই যেহেতু পিপিপির সঙ্গে কোনো আলোচনায় যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছে, তাই দেশে পিটিআই বা স্বতন্ত্র প্রার্থী নেতৃত্বাধীন সরকার গঠনের কোনো সুযোগ নেই।

শেয়ার করুন