দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

ভূমিকম্প
প্রতীকী ছবি

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত ৮টা ৭ মিনিট ১৮ সেকেন্ডের দিকে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, রিখটার স্কেলে ৩ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পাবনার আটঘরিয়ায়।

জানা গেছে, রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত আটটার পর ভূমিকম্প হয়। অনেকেই ফেসবুকে এ নিয়ে পোস্ট দিয়েছেন।

শেয়ার করুন