সরকার গঠন নিয়ে সুর নরম করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে কেন্দ্রে সরকার গঠন নিয়ে আলোচনায় বসতে সম্মতি দিয়েছেন। আজ বৃহস্পতিবার দলটির ঘনিষ্ঠ সূত্র জিও নিউজকে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানিয়েছে, বর্তমানে কারাগারে থাকা পিটিআই নেতা পিপিপির সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন। পিটিআই নেতাদের দুই দলের মধ্যে সম্পর্ক সামনে এগিয়ে নিতেও বলেছেন। পিটিআই ও পিপিপির সরকার গঠন নিয়ে আলোচনার জন্য একটি কমিটি গঠন করতে বলেছেন ইমরান খান। খবর জিও নিউজের।
৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিটিআই–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা অধিকাংশ আসনে জিতলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) জোট সরকার গঠনের জন্য পিপিপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গড়ে সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে ইমরান খান তার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিলেন।