অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমেছে

নিজস্ব প্রতিবেদক

প্রবৃদ্ধি
ফাইল ছবি

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি কিছুটা কমে গেছে। প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক শূন্য ৭ শতাংশ। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল ৮ দশমিক ৭৬ শতাংশ। তার মানে চলতি প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমেছে ২ দশমিক ৬৯ শতাংশীয় পয়েন্ট।

পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, গত ২০২২-২৩ অর্থবছরের শেষ প্রান্তিকের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি কম হয়েছে। গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২৪ শতাংশ।

বিসিএসের আরেক প্রতিবেদন অনুযায়ী, চূড়ান্ত হিসাবে গত ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৭৮ শতাংশ। যদিও সাময়িক হিসাবে, গত অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক শূন্য ৩ শতাংশ। তার মানে সাময়িক হিসাব থেকেও প্রবৃদ্ধি কিছুটা কমে গেছে। গত ২০২১-২২ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১০ শতাংশ। তার আগের অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

শেয়ার করুন