একদিন বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে বিপিএল

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

চট্টগ্রামপর্বে ছিল একদিন বিরতি। আজ শুক্রবার ছুটির দিন আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজও দিনে দুটি খেলা।

দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় তাসকিন আহমেদের দুর্দান্ত ঢাকার মোকাবিলা করবে এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্স। দ্বিতীয় ম্যাচে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স লড়বে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

universel cardiac hospital

টানা চার জয় দিয়ে বিপিএল শুরু করা খুলনা মুখ থুবড়ে পড়েছে এরপর থেকে। টানা পাঁচ হারে তারা প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাওয়ার পথে। ১০ ম্যাচে মাত্র এক জয় পাওয়া দুর্দান্ত ঢাকার বিপক্ষে আজ তাদের জয়ে ফেরার মোক্ষম সুযোগ।

এ সুযোগ যে কোনো মূল্যে নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন বিজয়রা। অন্যদিকে এরই মধ্যে ছিটকে পড়া ঢাকার হারানোর কিছু নেই। তারা শেষ দিকে এসে কয়টা জয় নিয়ে ক্ষতে প্রলেপ দিতে চাইবে।

এদিকে রংপুর রাইডার্স শক্তিশালী দল নিয়ে সবার ওপরেই আছে। ৯ ম্যাচের ৭টিই জিতেছেন সাকিব-সোহানরা। ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে থাকা চট্টগ্রামের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ফরচুন বরিশালের সঙ্গে।

বরিশালেরও সমান ম্যাচে সমান পয়েন্ট। আজ শক্তিশালী রংপুরের বিপক্ষে জিততে পারলে প্লেঅফের পথে অনেকটাই এগিয়ে থাকবে চট্টগ্রাম। হারলে তাদের সামনে কঠিন পরীক্ষা।

শেয়ার করুন