কিছু লোকের লাভ হয় বলে আদালতে বিপুল মামলাজট: সিইসি

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মামলাজটের কারণে কিছু লোকের লাভ হয় বলে আদালতে বিপুল সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। সাবেক আইন সচিব কাজী হাবিবুল আওয়াল তার বই ‘বিচার ও প্রশাসন: ভেতর থেকে দেখা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বলেন, ‘৩০ বছর ধরে বিচারাধীন মামলাও রয়েছে।’

বইটির প্রকাশক পাঠক সমাবেশ রাজধানীতে তাদের শোরুমে শুক্রবার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগসহ সারাদেশের আদালতে বিচারাধীন প্রায় ৪২ লাখ মামলা বিচারপ্রার্থীদের অপরিমেয় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সিইসি বলেন, এত মামলা কেন ঝুলে আছে, তা নিয়ে কোনো গবেষণা নেই। এই মামলাজটের কারণে কিছু লোকের লাভ হয়, তাই মামলাজট কীভাবে কমানো যায় সে বিষয়ে পরামর্শ দিতে কেউ এগিয়ে আসে না। তিনি জানান, বইটি তিনি মূলত তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন।

শেয়ার করুন