রওশনের পৃথক সম্মেলন করার উদ্যোগের সমালোচনায় মুজিবুল হক

নিজস্ব প্রতিবেদক

মুজিবুল হক চুন্নু

দলের পৃথকভাবে জাতীয় সম্মেলন করার যে উদ্যোগ নিয়েছেন রওশন এরশাদ, সেটিকে গুরুত্ব না দেওয়ার কথা বলেছে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, কেউ যদি জাতীয় পার্টির নামে ব্রাকেটবন্দী আরেকটা দল করতে চান, করতে পারেন। জি এম কাদেরের নেতৃত্বে আছে জাতীয় পার্টি, এটির সঙ্গে অন্যদের সম্পর্ক নেই।

আজ রোববার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মুজিবুল হক। এর আগে গুলশানে নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন করেন রওশন এরশাদ। রওশন তার পক্ষের নেতাকর্মীদের নিয়ে আগামী ৯ মার্চ দলের জাতীয় কাউন্সিল বাস্তবায়নের জন্য কমিটি ঘোষণা দেন।

রওশনের এই উদ্যোগের সমালোচনা করে মুজিবুল হক বলেন, আমরা কোনো কাউন্সিল ডাকি নাই। বাইরে কে কাউন্সিল ডাকল তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। অন্যরা ১০টা কাউন্সিল করতে পারে, কমিটি হতে পারে, তাতে আমাদের কিছু আসে–যায় না।’

তিনি আরও বলেন, জাতীয় পার্টি ৪-৫টা আছে। জাতীয় পার্টি (মঞ্জু), জাতীয় পার্টি কাঁঠাল গ্রুপ, জাতীয় পার্টি সাইকেল মার্কা, জাতীয় পার্টি মই মার্কা। আরেকটা গ্রুপ হতেই পারে।

শেয়ার করুন