‘পাকিস্তানের জনগণ ইমরান খানকে প্রধানমন্ত্রী দেখতে চায়’

মত ও পথ ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি

পাকিস্তানের জনগণ ভোটে যে রায় দিয়েছেন, তা মেনে নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পিটিআই নেতা ওমর আইয়ুব খান। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, পাকিস্তানের তিন কোটি মানুষ ইমরান খানকে ভোট দিয়েছেন। তারা ইমরানকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছেন। তাই কেন্দ্র ও প্রদেশগুলোতে সরকার গঠন করবে পিটিআই।

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সবচেয়ে বেশি ৯২ আসনে জয় পেয়েছেন। কিন্তু ৭৯ আসন পাওয়া নওয়াজ শরিফের পিএমএল–এন এবং বিলাওয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন পিপিপি অন্য কয়েকটি দলের সঙ্গে মিলে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে। খবর ডনের।

এই পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে পিটিআই নেতা ওমর আইয়ুব বলেন, এসব দল ৪০টি আসনেও জয়লাভ করেনি। তারাসহ প্রত্যেকের শোনা উচিত জনগণ কী বলতে চায়। জনগণ একটি উন্নত পাকিস্তান দেখতে চায়। এ জন্য ইমরান খানকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করেছে বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন