নাভালনিকে গোপনে সমাহিত করতে পরিবারকে চাপ, মা পেলেন তিন ঘণ্টা সময়

মত ও পথ ডেস্ক

আলেক্সি নাভালনি
আলেক্সি নাভালনি। ফাইল ছবি

রাশিয়ার কারাগারে নিহত সরকারবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে গোপনে সমাহিত করার ব্যাপারে রাজি হতে তার মাকে তিন ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। তা না হলে যে কারাগারে তিনি মারা গেছেন, সেখানেই তাকে সমাহিত করার হুমকি দিয়েছে কর্তৃপক্ষ। নাভালনির এক মুখপাত্র এমন অভিযোগ করেছেন। খবর বিবিসির।

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেছেন, মা লিউডমিলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন। নাভালনিকে কীভাবে এবং কোথায় দাফন করা হবে, সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই।

universel cardiac hospital

ইয়ারমিশ আরও বলেছেন, নাভালনির মা আইনের সঙ্গে সংগতি রেখে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চালানোর দাবি জানিয়েছেন। আইন অনুযায়ী, মৃত্যুর কারণ নিশ্চিত করে তদন্ত প্রতিবেদন পাওয়ার দুই দিনের মধ্যে মরদেহ হস্তান্তর করতে হয়। শনিবার এ দুই দিনের সময়সীমা শেষ হচ্ছে। নাভালনির মায়ের অভিযোগ, তাকে একটি মৃত্যুসনদে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। সেখানে বলা আছে, নাভালনি স্বাভাবিক কারণে মারা গেছেন।

শেয়ার করুন