প্রেসিডেন্ট আরিফ আলভির জাতীয় পরিষদের অধিবেশন না ডাকার সিদ্ধান্তে অনড় থাকাকে সঠিক বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
গতকাল সোমবার আদালিয়া কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, তার দল নির্বাচনে জয়ী হয়েছে। অথচ তাদের সংরক্ষিত আসন দেওয়া হচ্ছে না। খবর জিও নিউজের।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ প্রেসিডেন্টকে পাশ কাটিয়ে গতকাল সোমবার নতুন পার্লামেন্টের অধিবেশন ডেকেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানানোর পর স্পিকার আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় অধিবেশন ডাকেন।