বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মতিনের মৃত্যু, গণপূর্তমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মতিন মৃত্যুবরণ করছেন।

২৬ ফেব্রুয়ারি রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে আখাউড়ায় তার নিজ বাসভবন ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

universel cardiac hospital

তার প্রথম জানাযা মঙ্গলবার সকাল ১০টায় আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে এবং দ্বিতীয় জানাযা বাদ যোহর ২টায় কোড্ডা কেন্দ্রীয় কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে গাজী আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

শোক বার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মতিন ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও দেশের শ্রেষ্ঠ সন্তান। তার সঙ্গে আমার খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। তার মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিককে হারালো এবং আমি হারালাম একজন কাছের মানুষকে।

মন্ত্রী আরও বলেন, আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শেয়ার করুন