সংরক্ষিত নারী আসন: ৫০ আসনে নির্বাচিতদের বিষয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

সংসদ ভবন
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি আসনে নির্বাচিত নারী সংসদ সদস্যদের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ৫০টি সংরক্ষিত নারী আসনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আগামী ১৪ মার্চ এই নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ছিল। প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের প্রয়োজন হয়নি। সরাসরি নির্বাচনে দল বা জোটগুলোর পাওয়া আসনের সংখ্যানুপাতিক হারে নারী আসন বণ্টন করা হয়।

universel cardiac hospital

১৪ দলীয় জোট ও স্বতন্ত্র ৬২ সদস্যের সমর্থন নিয়ে এবার আওয়ামী লীগ পেয়েছে ৪৮টি আর জাতীয় পার্টি পেয়েছে ২টি আসন। ৫০টি আসনে মোট ৫০ প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই–বাছাই শেষে সবার মনোনয়নপত্র বৈধ হয়েছিল। এরপর নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় গত রোববার ৫০ জনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। আজ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শেয়ার করুন