বিদেশে দূতাবাসে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের পদায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে মহাপরিচালক হিসেবে পদায়নের দাবি জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ ছাড়া বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে পুলিশ কর্মকর্তাদের নিয়োগেরও দাবি জানিয়েছেন তারা।

পুলিশ সপ্তাহ-২০২৪ এর দ্বিতীয় দিনে বুধবার রাতে রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠকে ঊর্ধ্বতন পুলিশ কমর্কতারা এসব দাবি জানান। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত এই বৈঠক চলে।

বৈঠকে উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ কর্মকর্তারা মন্ত্রিপরিষদ সচিবের কাছে আইজিপিকে চার তারকা জেনারেলের পদমর্যাদায় এবং পুলিশ অধিদপ্তরকে সদর দপ্তর করার দাবি পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, ভারত ও পাকিস্তানে পুলিশপ্রধানের পদমর্যাদা চার তারকা জেনারেলের সমমানের।

আইজিপিকে চার তারকা জেনারেলের সমমানের মর্যাদা দিলে বিদেশে দেশের ভাবমূর্তি উন্নত হবে। প্রতিবছর ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজে জেলা প্রশাসকের সঙ্গে ঢাকার পুলিশ সুপারকে অন্তর্ভুক্ত করারও দাবি জানানো হয়।

একজন পুলিশ কমর্কতা বলেন, আইজিপিকে আর্থিক ক্ষমতা সচিবের সমমানের দিতে হবে। তাতে আইজিপি সচিবের মতো আর্থিক অনুমোদন করতে পারবেন। আরেকজন পুলিশ কর্মকর্তা বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে পুলিশ কর্মকর্তা নিয়োগের দাবি তুলে ধরে বলেন, এতে সেসব দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স সনদসহ আইনি সহায়তা দিতে পারবে পুলিশ।

একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, প্রশাসন ক্যাডারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কেনার সুযোগ রয়েছে। পুলিশের সমমানের কর্মকর্তারা এই সুযোগ পেতে চান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মতবিনিময় সভা বাস্তবায়ন উপকমিটির সভাপতি ও অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি-প্রশাসন) মো. কামরুল আহসান, র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, এসবির অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং সারাদেশের পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর বলেন, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন পুলিশ কর্মকর্তাদের কথাগুলো ধৈর্য ধরে শোনেন। বিষয়গুলো তিনি যৌক্তিকভাবে বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশ প্রথম সারিতে রয়েছে বলে উল্লেখ করেন। বাংলাদেশ পুলিশ দেশের প্রয়োজনে সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রমাণ দিতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান মন্ত্রিপরিষদ সচিব।

শেয়ার করুন