বেইলি রোডে অগ্নিকাণ্ডে ভিকারুননিসার শিক্ষক-ছাত্রীসহ নিহত পাঁচ

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক, একজন ছাত্রী ও সাবেক তিন ছাত্রী মারা গেছেন। আজ শুক্রবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পাঁচজনের মধ্যে রয়েছেন ভিকারুননিসার মূল প্রভাতি (৭ম-১০ম) শাখার জ্যেষ্ঠ শিক্ষক লুৎফুন নাহার করিম লাকী, এ শিক্ষকের মেয়ে প্রতিষ্ঠানের, সাবেক ছাত্রী জান্নাতিন তাজরী, প্রতিষ্ঠানটির ছাত্রী সাদিয়া আফরিনের বড় বোন ও সাবেক ছাত্রী ফওজিয়া আফরিন (মালয়েশিয়ায় পড়াশোনা করছেন, মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল শনিবার), সাবেক ভিএনসিয়ান ও বর্তমান বুয়েটিয়ান লামিশা ইসলাম এবং বর্তমান ছাত্রী মূল প্রভাতী শাখার অষ্টম শ্রেণির ক শাখার সাদিয়া আফরিন আলিশা।

এ ঘটনায় শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরাও শঙ্কামুক্ত নন।

শেয়ার করুন