গাজায় ইসরায়েলি হামলার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানালো ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় গণহত্যায় নিন্দা ও ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর ইসরায়েলের নৃশংস হামলার ঘটনায় আান্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল।

বোরেল বলেছেন, গাজায় গণহত্যার জন্য গাজাবাসীকে সাহায্যের দায় ইসরায়েলি নীতির ওপর বর্তায়। গাজা শহরের কাছে ত্রাণ বিতরণের অপেক্ষায় থাকা ১০০’রও বেশি ফিলিস্তিনিকে হত্যার ঘটনা দুঃখজনক। এ ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দরকার।

universel cardiac hospital

তিনি বলেন, যেকোনো অবস্থাতেই আন্তর্জাতিক আইনের নিয়ম মেনে চলা এবং বেসামরিক জনগণের কাছে মানবিক সহায়তা বিতরণ রক্ষা করা ইসরায়েলের দায়িত্ব।

এই ঘটনার দায় ইসরায়েলি সেনাবাহিনীর আরোপিত বিধিনিষেধ এবং হিংসাত্মক চরমপন্থীদের মানবিক সহায়তা সরবরাহে বাধার উপর বর্তায়। মানবিক সহায়তার প্রবেশের ওপর নিষেধাজ্ঞাগুলি অভাব, ক্ষুধা এবং রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে। এটি হতাশার এমন একটি স্তর যা সহিংসতা নিয়ে আসে।

শেয়ার করুন