যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গতকাল মঙ্গলবার যে ১৪টি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট দলের প্রাথমিক বাছাইপর্বের ভোট (প্রাইমারি) হয়েছে, তার সব কটিতে জয়ী হয়েছেন জো বাইডেন। তবে সুপার টুয়েসডেতে আমেরিকান সামোয়া অঞ্চলে অনুষ্ঠিত ককাসে হেরে গেছেন বর্তমান এই মার্কিন প্রেসিডেন্ট। খবর এএফপির।
আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে দলের মনোনয়নপ্রত্যাশী বাইডেন যার কাছে হেরেছেন, তিনি খুব স্বল্প পরিচিত একজন ব্যবসায়ী। নাম জ্যাসন পামার। প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাই ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে পরিচিত ‘সুপার টুয়েসডে’। গতকাল এ ‘সুপার টুয়েসডে’-তে যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির বাছাইপর্বের ভোট হয়। আর ১৪টি অঙ্গরাজ্য ও আমেরিকান সামোয়া অঞ্চলে অনুষ্ঠিত হয় ডেমোক্র্যাটদলীয় বাছাইপর্বের ভোট।
প্রশান্ত মহাসাগরীয় ছোট অঞ্চল আমেরিকান সামোয়ায় ডেমোক্র্যাটদলীয় ককাসে ভোট পড়েছে ৯১টি। এর মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী পদে বাইডেনের প্রতিদ্বন্দ্বী জ্যাসন পামার পেয়েছেন ৫১টি ভোট। আর বাইডেন পেয়েছেন ৪০টি ভোট।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পামার লিখেছেন, ‘আমেরিকান সামোয়ায় প্রেসিডেন্ট প্রার্থী পদের প্রাথমিক বাছাইয়ে আমার বিজয়ের খবর ঘোষণা করতে পেরে সম্মানিত বোধ করছি।’ তাকে সমর্থন দেওয়ায় স্থানীয় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর বাসিন্দারা প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের প্রাথমিক বাছাইয়ে ভোট দিতে পারলেও ইলেকটোরাল কলেজে প্রতিনিধিত্ব করতে পারেন না। প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হচ্ছেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে।
গতকাল আমেরিকান সামোয়ায় জয়লাভের মধ্য দিয়ে জ্যাসন পামার শুধু চারজন প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন। সেদিক থেকে প্রার্থী মনোনয়নের দৌড়ে তার অবস্থান বাইডেনের ধারেকাছে নেই। অর্থাৎ সামোয়ায় হারলেও বাইডেনের প্রার্থিতা পাওয়ার ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না বললে চলে।