সুপার টুয়েসডেতে বড় সাফল্য ট্রাম্পের

মত ও পথ ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে ‘সুপার টুয়েসডেতে’ ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের প্রাথমিক পর্বে বড় ধরনের সাফল্য পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমগুলোর হিসাব অনুসারে, ট্রাম্প ইতিমধ্যে ১৫টির মধ্যে ১৩টিতে জয় নিশ্চিত করেছেন। কেবল ভারমন্ট অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির কাছে হেরে গেছেন তিনি। খবর এএফপির।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের কাছে হেরে ক্ষমতা ছাড়েন ট্রাম্প। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে রিপাবলিকান দলের হয়ে মনোনয়ন পাওয়ার দৌড়ে আছেন তিনি। তবে গতকাল মঙ্গলবার সুপার টুয়েসডেতে বড় সাফল্য পাওয়ার মধ্য দিয়ে তিনি রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে, ট্রাম্প এখন পর্যন্ত যে ১৩টি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন, সেগুলো হলো—আলাবামা, আলাস্কা, আরকানসাস, কলোরাডো, ক্যালিফোর্নিয়া, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, নর্থ ক্যারোলাইনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস ও ভার্জিনিয়া। ইউটা অঙ্গরাজ্যের ফলাফল এখনো জানা যায়নি।

রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী এবং জাতিসংঘে সাবেক মার্কিন দূত নিকি হ্যালি উত্তর–পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভারমন্টে সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন। জয়ের খবরে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন