নিশ্ছিদ্র নিরাপত্তায় কাশ্মীরে জনসভা করলেন মোদি

মত ও পথ ডেস্ক

নরেন্দ্র মোদি

সংবিধানের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর প্রথমবারের মতো কাশ্মীরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ‘এটা নতুন কাশ্মীর। এই কাশ্মীর দেখার জন্য দশকের পর দশক অপেক্ষায় ছিলাম।’ জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের বক্সি স্টেডিয়ামের জনসভায় আজ বৃহস্পতিবার এই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীর এখন মুক্তির শ্বাস নিচ্ছে। খবর ইনডিয়ান এক্সপ্রেসের।

মোদি বলেন, ‘এখন কোনো নিষেধাজ্ঞা নেই। বাধাবিপত্তি নেই। জম্মু-কাশ্মীর আজ উন্নয়নের নতুন সোপানে চড়েছে। তাই এখানকার যুব সম্প্রদায়ের প্রতিভাও সম্মান পাচ্ছে। তাঁরা নতুন সুযোগও পাচ্ছেন।’ এই সুযোগে বিরোধীদের এক হাত নিতেও ছাড়েননি মোদি। কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও পিডিপির নাম করে তিনি বলেন, এসব দল এত দিন ধরে রাজনৈতিক স্বার্থে ৩৭০ অনুচ্ছেদ নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে। মানুষ তা বুঝে গেছে। সত্যটা জেনে গেছে। আজ সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা পেয়েছে।

বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন, আপনাদের মন জয় করার চেষ্টা আমি সব সময় চালিয়ে গেছি। আমার বিশ্বাস, আমি ঠিক রাস্তায় হাঁটছি। আপনাদের হৃদয় জিততে পেরেছি। আরও বেশি করে জেতার চেষ্টা চালাব। এটা মোদির গ্যারান্টি, যার অর্থ, গ্যারান্টি পূর্ণ করার গ্যারান্টি। মোদি বলেন, জম্মু-কাশ্মীর দেশের মাথা। বিকশিত ভারত প্রকল্পে এই জম্মু-কাশ্মীর অগ্রাধিকার পাবে।

দেশের মানুষ বিয়ে উপলক্ষে যাতে বিদেশে বিপুল টাকা খরচ না করেন, সে জন্য মোদি কিছুদিন আগেই আবেদন জানিয়েছিলেন। বলেছিলেন, দেশেই বহু স্থান রয়েছে, যেখানে বিয়ের আয়োজন করা যায়। সেই প্রসঙ্গে মোদি তাঁর ভাষণে জম্মু-কাশ্মীরের নাম করেন। মোদি বলেন, আমি চাই দেশের মানুষ দেশেই বিয়ের আয়োজন করুন। ওয়েড ইন ইন্ডিয়া। তারা জম্মু-কাশ্মীরে আসুন। জি-২০ সম্মেলন জম্মু-কাশ্মীরে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। অথচ একটা সময় ছিল, যখন মানুষ কাশ্মীরের নাম শুনলে ভয়ে পিছিয়ে যেত।

শেয়ার করুন