মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে লড়বেন যে ১০ প্রতিযোগী

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

নারীদের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’। ১৯৯৬ সালে ভারতে বসেছিল এই আসর। দীর্ঘ ২৮ বছর পর শনিবার (০৯ মার্চ) ভারতে বসছে এই প্রতিযোগিতার ৭১তম আসর।

ইন্ডিয়া টাইমস জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৪’র গ্র্যান্ড ফিনালে। এতে লড়াই করবেন বিশ্বের ১০ দেশের দশজন প্রতিযোগী।

universel cardiac hospital

জানা গেছে, গ্র্যান্ড ফিনালে সঞ্চালনা করবেন বলিউডের গুণী নির্মাতা করণ জোহর। প্রায় ১৮ বছর পর মিস ওয়ার্ল্ডের মঞ্চে দেখা যাবে তাকে। সর্বশেষ ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের জুরি সদস্য হয়েছিলেন এই নির্মাতা।

মিস ওয়ার্ল্ড ডটকমের তথ্য অনুসারে, মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে গ্র্যান্ড ফিনালে বিশ্বের ১০ জন প্রতিযোগী অংশ নেবেন। তারা হলেন অড্রে ভেনেসা (ইন্দোনেশিয়া), প্রিয়াঙ্কা রানি জোশি (নেপাল), নুরসেনা সে (তুরস্ক), ক্রিস্টিনা পিসকোভা (চেক প্রজাতন্ত্র), সোফিয়া শামিয়া (ইউক্রেন), লেসেগো কম্বো (বতসোয়ানা), হালিমা কোপওয়ে (তানজানিয়া), হানাহ তুমুকোন্ডে (উগান্ডা), লেটিসিয়া ফ্রোটা (ব্রাজিল) ও আচে আব্রাহামস (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো)।

এবারের আসরে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যথাক্রমে সিনি শেঠি, শাম্মি ইসলাম নীলা। কিন্তু তারা কেউই টপ টেনে জায়গা পাননি।

শেয়ার করুন