হাতিরপুলে ভবনে আগুন: ভেতরে যেতে ভাঙা হচ্ছে দেওয়াল

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার হাতিরপুল কাঁচাবাজার এলাকায় রাজ কমপ্লেক্স নামে ৬ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের পাশাপাশি কাজ করছে নৌবাহিনীর দুটি ইউনিট। ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হওয়ায় একদিকের দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত আটটার পর সরেজমিনে দেখা যায়, ভবনের দক্ষিণ পাশের দেওয়াল ভেঙে ফায়ার ফাইটাররা প্রবেশ করছেন। এছাড়া ভবনটির প্রধান প্রবেশপথ দিয়ে কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী দ্বিতীয় তলায় প্রবেশ করে জানালার কাচ ভেঙে দিচ্ছেন। এতে ভবনের ভেতরে থাকা ধোঁয়া বের হতে পারবে।

স্থানীয় ব্যবসায়ী আরেফিন জানান, ভবনটির নিচতলায় এবং তৃতীয়তলায় কার্পেটের মার্কেট ছিল। দ্বিতীয় তলায় ছিল কাপড়ের গোডাউন। চারতলায় বাসা আর পাঁচ-ছয় তলায় ছিল ব্যবসাপ্রতিষ্ঠান।

সরেজমিনে ভবনের সামনে দেখা যায়, ভবনের সামনে উৎসুক জনতা ভিড় করেছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ ও র‌্যাব।

শেয়ার করুন