আমরা অনেকটাই পরাধীন জাতিতে পরিণত হয়েছি: হাফিজ

নিজস্ব প্রতিবেদক

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ফাইল ছবি

স্বাধীনতাযুদ্ধ নিয়ে যাদের কোনো কর্ম-পরিকল্পনা ছিল না, যারা স্বাধীনতার কথা চিন্তাও করেনি, তারা আজ স্বাধীনতা ও স্বাধীনতাযুদ্ধের সব কৃতিত্ব হাইজ্যাক করে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আজ আমরা অনেকটাই পরাধীন জাতিতে পরিণত হয়েছি। বাংলাদেশে কী রাজনীতি চলছে, কারা আমাদের এই স্বকীয় স্বাধীনতা হরণ করছে, কারা ব্যাংক লুট করছে, কারা জনগণের ভোটাধিকার হরণ করছে, এটা সবাই জানে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির গঠিত ‘স্বাধীনতা দিবস উদ্‌যাপন কমিটি’র বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক হাফিজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

universel cardiac hospital

দীর্ঘদিন পর বিএনপির অনুষ্ঠানে অংশ নেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। গত ৭ জানুয়ারির নির্বাচনে নানা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত ওই নির্বাচনে অংশ নেননি তিনি। সে সময় তিনি ঘোষণা দিয়েছিলেন, নতুন দলে যোগ দিয়ে নির্বাচন করার প্রস্তাব থাকলেও তিনি এই নির্বাচন করছেন না। তিনি বিএনপি ছেড়ে যাবেন না। বিএনপিতেই থাকবেন তিনি।

শেয়ার করুন