ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

মত ও পথ ডেস্ক

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি। যুক্তরাষ্ট্র এই আইনটির প্রয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র অনুষ্ঠান ইন্ডিয়া টুডে কনক্লেভের এক পর্যায়ে এ কথা বলেন গারসেটি। এ আইন প্রয়োগের ব্যাপারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজের আদর্শের বাইরে যাবে না।’ আমেরিকাও অভিবাসীপূর্ণ একটি দেশ, এ মন্তব্য করেন গারসেটি।

universel cardiac hospital

সিএএ আইন ছাড়াও ভারতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন গারসেটি। ভারতের এক নাগরিকের বিরুদ্ধে আমেরিকার মাটিতে এক খালিস্তানি উগ্রবাদীকে হত্যা করার অভিযোগ রয়েছে। এ ঘটনাটি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো ছেদ ফেলবে কিনা, সে প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, এই দুই রাষ্ট্রের গভীর সম্পর্কের মাঝে প্রথম ধাক্কা এটা। তবে দুই দেশই তা সামলে নেওয়ার চেষ্টা করছে।

শেয়ার করুন