গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর মতো অনেকে হয়তো জেল খেটেছেন। তবে বঙ্গবন্ধুর মতো দুই-দুইবার ফাঁসির মঞ্চে কেউ যাননি।
১৭ মার্চ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৬৮ সালে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় দেওয়া হয় তখন তিনি একবার ফাঁসির মোকাবিলা করেছেন। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধুকে যখন গ্রেফতার করে নেওয়া হয় সেই সময় একবার ফাঁসির মোকাবিলায় করতে হয়েছে। সেই সময়ে ওনার ফাঁসির আদেশ হয়ে গিয়েছিল। ১৯৬৯ এর গণঅভ্যুত্থান না হলে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর ফাঁসি হয়ে যেতো। ওনার বৈশিষ্ট্যপূর্ণ দিক ছিল এটাই।
মোকতাদির চৌধুরী বলেন, আমরা শেরে বাংলা এ কে ফজলুল হকের, মওলানা ভাসানির, শহীদ হোসেন সোহরাওয়ার্দীর জন্মদিন পালন করি। আমরা হয়তো অনেকের জন্মদিন পালন করি, কিন্তু বঙ্গবন্ধুর মতো না। পার্থক্য হলো এই, এমন একটি মানুষের জন্মদিন আজ যে মানুষটি আপনার আমার স্বাধীন দেশটির সৃষ্টির পেছনে একক অবদান- তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে মুক্তির মন্ত্রে দীক্ষিত করে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছিল। বঙ্গবন্ধু কখনও আদর্শ ও লক্ষ্যের সঙ্গে আপস করেননি। এটা ইতিহাস প্রমাণ করেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পৌরসভার মেয়র নায়ার কবীরসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে মন্ত্রী জাতির পিতার জন্মদিন উপলক্ষে আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।