রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে সতর্ক বার্তা বাইডেনের

মত ও পথ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকার জনবহুল রাফা শহরে স্থল অভিযান চালানো ভুল হবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র বলছে, রাফায় স্থল অভিযান গাজায় চলমান মানবিক সংকটকে আরও জোরালো করবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার সাংবাদিকদের বলেন, হামাসকে নির্মূল করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকা অবস্থায় প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, রাফায় বড় অভিযান চালানো ভুল হবে। খবর আল জাজিরা ও বিবিসির।

সুলিভান বলেন, রাফায় বড় অভিযানের ফলে আরও নিরীহ বেসামরিক মানুষের প্রাণ যাবে। সেখানে ইতোমধ্যে চলমান ভয়াবহ মানবিক সংকট আরও জোরদার হবে। গাজায় অস্থিতিশীলতা আরও বাড়বে। সেই সঙ্গে এমন অভিযান আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করে তুলবে। নেতানিয়াহুর সঙ্গে বাইডেন ফোনে কথা বলেছেন।

বাইডেন ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের একটি দলকে ওয়াশিংটনে পাঠানোর জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন বলেও জানান সুলিভান। এ সময়ই রাফায় অভিযানের বিষয়ে বাইডেনের কণ্ঠে সতর্কতা শোনা যায়।

শেয়ার করুন