বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের পণ্য বর্জনের প্রতি সংহতি জানিয়ে গতকাল বুধবার একদল কর্মীকে নিয়ে দলীয় কার্যালয়ের সামনে তার গায়ে থাকা ভারতীয় চাদর ছুড়ে ফেলে দেন। তখন তার সঙ্গে থাকা কর্মীরা সেই চাদর সেখানে আগুন দিয়ে পোড়ান। এই ঘটনা দলটির ভেতরে নানা আলোচনার সৃষ্টি করেছে।
তবে রুহুল কবির রিজভী বলেছেন, ‘ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের প্রতি সংহতি প্রকাশ করে আমি আমার ব্যবহার করা ভারতীয় চাদর ফেলে দিয়েছি। আমি নিজের চিন্তা থেকে ভারতীয় চাদর ছুড়ে ফেলেছি।’
বিএনপির এই নেতা আরও বলেন, একজন রাজনীতিবিদ ও বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনকে আমরা যৌক্তিক মনে করি। সে কারণে সেই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছি।
গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে সরকার পতনের এক দফা আন্দোলনে ছিল বিএনপি। সেই পটভূমিতেও নির্বাচন করেছে সরকার। নির্বাচন হওয়ার পর কিছুদিন ধরে বিএনপি নেতাদের কেউ কেউ বিভিন্ন দলীয় কর্মসূচিতে ভারতবিরোধী বক্তব্য দিচ্ছেন।